Siliguri Fulbari Incident,ফুলবাড়িকাণ্ডে গ্রেফতার ৪, ধৃত মহিলার বিরুদ্ধে আগেও একগুচ্ছ অভিযোগ – police arrested 4 persons in siliguri fulbari lady beaten and suicide case


শিলিগুড়ির ফুলবাড়িতে মহিলাকে সালিশি সভায় মারধরের অভিযোগ ও তাঁর আত্মহত্যার ঘটনায় এখনও অবধি চারজনকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে ঘটনায় অন্যতম অভিযুক্ত স্বপ্না অধিকারি ও তার স্বামী ব্রজেন অধিকারী। এছাড়া আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। স্বপ্নার বিরুদ্ধে এর আগেও এলাকায় মহিলাদের মারধরের অভিযোগ রয়েছে।শনিবার ফুলবাড়ির বকরাভিটার বাসিন্দা তাপস বর্মণ তাঁর স্ত্রী ফিরে আসার পর আগে পঞ্চায়েতের কাছে যেতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় স্বপ্না তাঁকে বাধা দিয়ে আগে স্ত্রীকে তাদের নিয়ে আসার নির্দেশ দেয় বলে দাবি তাপসের। অভিযোগ এরপরই তাপসের বাড়ির সামনে তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়। প্রায় ২ ঘন্টা ধরে চলে মারধরের পর্ব। সেদিন রাতেই কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন ওই মহিলা। সেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগ দায়ের হয় এনজেপি থানায়।

ঘটনায় মঙ্গলবার পুলিশ গ্রামে তল্লাশি অভিযান শুরু করে। মঙ্গলবার দিনভর বকরাভিটা এলাকায় চলে অভিযান। সালিশি সভায় মারধরের ঘটনায় অভিযুক্ত বেশ কয়েকজন বাড়িতে তালা দিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে বলে খবর। তবে বাড়ি থেকে স্বপ্না ও তার স্বামীকে গ্রেফতার করে পুলিশ। আইন থাকতেও মহিলাকে কেন এভাবে মারধর করা হল তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।

ঘটনায় দীপালি রায় মজুমদার নামে এক মহিলা বলেন, ‘যে ভাবে মহিলাকে মারধর করা হয়েছে তা সত্যিই অন্যায়। এর আগেও ওই মহিলা এলাকায় কয়েকজনকে মারধর করেছিল।’ ঘটনায় ডিসিপি পূর্ব দীপক সরকার বলেন, ‘চারজনকে এখনও অবধি গ্রেফতার করা হয়েছে। আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

উল্লেখ্য, বিবাহ বহির্ভূত একটি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই মহিলা। সেই সম্পর্কে জড়িয়ে স্বামী ও দুই সন্তানকে রেখে বাড়ি ছেড়ে চলে যান তিনি। কিছুদিন পর ফিরে এসে ফের স্বামী ও সন্তানদের নিয়েই সংসার করতে চান ওই মহিলা। অভিযোগ, তখনই সালিশি সভা বসায় স্বপ্না। আর সেই সালিশি সভাতেই বধূকে প্রায় ২ ঘণ্টা ধরে মারধর করা হয় বলে অভিযোগ। তার পরেই অপমানে আত্মঘাতী হন ওই বধূ। মহিলার স্বামী জানিয়েছেন, বাড়ি থেকে চলে যাওয়ার ৮ দিন পর আবার ফিরেও আসেন তাঁর স্ত্রী। তিনি স্ত্রীকে পঞ্চায়েতে নিয়ে যেতে চেয়েছিলেন। তার আগেই ঘটে যায় ওই মারধরের ঘটনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *