কলকাতা সহ বাকি জেলার হকার উচ্ছেদ কর্মসূচী চলছে জোরকদমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর। তেমনি বর্ধমানেও দেখা গিয়েছে একই ছবি। মঙ্গলবার সিউড়ির কোর্টবাজার এলাকায় বেআইনি জবরদখল করা দোকানে উচ্ছেদ নোটিশ দিতে যান স্থানীয় কাউন্সিলর এবং পুরসভার কর্মীরা। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় দোকানীরা। খোদ পৌরপিতার অভিযোগ বিক্ষোভকারীরা অশ্রাব্যভাষায় আক্রমণ করেছেন (Suri Municipality News)। ঠিক কী ঘটেছিল? একবার দেখে নেওয়া যাক। কী বক্তব্য স্থানীয় দোকানীর? এই জট কবে কাটবে? কী সিদ্ধান্ত নেব সিউড়ির পুরসভা? সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় কী জানালেন? আসুন বিস্তারিত জেনে নিন এই ভিডিয়োতে।