মাঝে জোর গুঞ্জন উঠেছিল, পথ আলাদা হয়ে গিয়েছে তেজস্বী প্রকাশ এবং করণ কুন্দ্রার। তাঁদের নাকি মুখ দেখেদেখিও টোটালি বন্ধ। তবে করণ-তেজা একটা শব্দও খরচ করেননি। সব গুঞ্জনের মুখ তাঁরা বন্ধ করলেন একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে। দিন চারেক আগে তেজস্বীর সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠে এক ঝাঁক ছবি। লন্ডনে ছুটি কাটাতে গেছেন নায়িকা, সঙ্গী তাঁর প্রাণের মানুষ করণ (Tejasswi Prakash and Karan Kundrra)। তারপর থেকেই বেজায় স্বস্তিতে করণ-তেজার ভক্তরা। বেশ কিছুদিন ফুরফুরে মেজাজে কাটিয়ে অবশেষে শহরে ফিরলেন লাভ-বার্ডস। গ্লো করছেন তেজা। চলতে চলতে খানিক কথাবার্তাও চলল চিত্র সাংবাদিকদের সঙ্গে। পুরোটাই রইল জাস্ট আপনাদের জন্যে। বিস্তারিত জানতে দেখে ফেলুন এই ভিডিয়ো।