Vijay Varma : মির্জাপুরের হইচইয়ের মধ্যে লেন্সবন্দি সেনসেশনাল বিজয় বর্মা – mirzapur season 3 actor vijay varma spotted at bandra posing for paparazzi watch video


সম্প্রতি বিজয় বর্মার একটি ইন্টারভিউ নিয়ে হইচই পড়ে গিয়েছে। তা কী এমন বলেছিলেন তিনি সেই সাক্ষাত্কারে? খোলসা করেছিলেন মির্জাপুর ২-এ সহ অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী শর্মার সঙ্গে যে অন্তরঙ্গ দৃশ্য শ্যুট করেছিলেন, সেই সময়ে ঠিক কী মানসিক প্রস্তুতি ছিল তাঁর। এক্কেবারে পত্রপাঠ বিদায় করে দিয়েছিলেন কোনও রকম সেনসেশনালিজমের সম্ভাবনা। জানিয়েছিলেন, ঠিক যেমন কোনও অ্য়াকশন বা নাচের দৃশ্যের শ্যুটিং হয়, তেমনই অন্তরঙ্গ শয্যা দৃশ্যেরও শ্য়ুটিং হয়। সেখানে সেনসেশনের কোনও জায়গা নেই। প্রসঙ্গত, মির্জাপুরে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল বিজয় বর্মাকে। এদিন বান্দ্রায় আমাদের লেন্সবন্দি হলেন অভিনেতা। মির্জাপুরের হইচইয়ের মধ্যে আমাদের ধরা দিলেন তিনি আর নিরাশ না করে পোজ দিলেন তিনি। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *