Dibyojyoti Dutta Viral Video : সাপের গালে চুমু দিব্যজ্যোতির! দেখুন ভাইরাল ভিডিয়ো – bengali serial actor dibyojyoti dutta kisses snake during thailand tour video goes viral on social media


সৃজিত মুখোপাধ্যায়ের সাপ প্রীতি দেখে শুরুতে খানিক চমকে উঠেছিলেন নেটিজেনরা। এখন অবশ্য তাঁরাও বেশ গদগদ। এবার সাপপ্রীতিতে মজলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। ইনস্টাগ্রামে এই রিল শেয়ার করার পর থেকেই হইচই পড়ে গিয়েছে। তবে না, এখনই পোষ্য করেননি এই সাপ বাবাজীকে। দিব্যজ্যোতি এখন রয়েছেন থাইল্যান্ডে। সেখানেই কর্ন স্নেক নিয়ে এই কীর্তি অভিনেতার। তবে তাঁর সাহসকে কুর্নিশ জানাতেই হয়। অনেকেই সাপকে জড়িয়ে ছবি তোলেন। পাশাপাশি বর্তমানে তিন পাইথনের সঙ্গে রীতিমত সংসার করছেন বাংলার অন্যতম জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সেই একই আত্মবিশ্বাসের সঙ্গে এবার নজর কাড়ল দিব্যজ্যোতি। শুধু সাপকে হাতে ধরে পোজ দেওয়াই নয়, পাশাপাশি তার লকলকে জিবেই ঠোঁট দিয়ে চুমু খেল দিব্য, ভালবাসায় ভরিয়ে দিল সেই প্রাণীকে। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *