New Town Theft Incident : চোরের জ্বালায় অস্থির নিউটাউন, বড় বিপদের আশঙ্কায় বাসিন্দারা – newtown residents complain about the burglary rise in area watch video


নিউটাউনে নাকি বেড়ে গিয়েছে চুরি-চামারি, অভিযোগ আবাসিকদের। সাইকেল থেকে গাড়ির তেল চুরির তালিকা বেশ বড়। গত কয়েকদিন ধরে নিউটাউন এ এল, এ কে, এ আই ব্লকের বেশ কিছু আবাসন থেকে চুরির ঘটনার খবর মিলেছে। কখনও আবাসনে থাকা বাইক থেকে পেট্রোল চুরি হোক বা আসবাবপত্র কিংবা সাইকেল চুরি ঘটনা ঘটছে অনবরত। বাসিন্দাদের অভিযোগ সিসিটিভি ফুটেজ সহ পুলিশে অভিযোগ করলেও এখনও চুরি বন্ধ হয়নি। এমন ঘটনায় বেশ আতঙ্কে বাসিন্দারা। বড় কোনও অঘটনের আশঙ্কাও মন থেকে যাচ্ছে না। নিউটাউনের মতো অভিজাত এলাকায় এমন ঘটনায় কপালে ভাঁজ সকলেরই। প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আর্জি বাসিন্দাদের। শীঘ্র পদক্ষেপ নেওয়া না হলে কোনও বড় কাণ্ডও ঘটতে পারে ভেবে আতঙ্কিত বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *