Pm Narendra Modi,নমোর পোর্ট্রেট এঁকে চিঠি পাচ্ছেন বাংলার শিল্পীরা – pm narendra modi appreciated west bengal artist for draw his portrait


মণিপুস্পক সেনগুপ্ত, এই সময়
পশ্চিমবঙ্গ থেকে সব থেকে ভালো রেজ়াল্ট চেয়েছিলেন নরেন্দ্র মোদী। বাংলা থেকে নমো পেলেন নিজের সব থেকে বেশি পোর্ট্রেট! বাংলায় খারাপ ফলের জেরে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের আতসকাচের নীচে পড়েছেন বঙ্গ-বিজেপি নেতৃত্ব। তবে বাংলার পোর্ট্রেট-শিল্পীদের চিঠি লিখে উৎসাহ দিতে শুরু করেছেন প্রধানমন্ত্রী।এ বারের লোকসভা ভোটে বাংলার উপরেই বাজি ধরেছিলেন নমো। তবে প্রত্যাশিত সাফল্য মেলেনি। বাড়তি আসন পাওয়া তো দূর অস্ত, বরং গতবারের তুলনায় বাংলা থেকে ছ’টি আসন কম এসেছে বিজেপির ঝুলিতে।

তাতে কী! এ রাজ্য থেকে পাওয়া তাঁর একগুচ্ছ পোর্ট্রেট তো আর মিথ্যা নয়। সেগুলি যে ডাঁই হয়ে পড়ে আছে প্রধানমন্ত্রীর দপ্তরে। ভোট রাজনীতির লাভ-লোকসানের অঙ্ক দিয়ে সে সব শিল্পকলার বিচার করতে চান না নরেন্দ্র মোদী। বাংলা তাঁকে নিরুঙ্কুশ করতে পারেনি ঠিকই, কিন্তু এ রাজ্যে ভোটপ্রচারে এসে পাওয়া তাঁর পোর্ট্রেটগুলির কথাও ভোট শেষে ভুলে যাননি প্রধানমন্ত্রী। প্রত্যেক শিল্পীকে চিঠি লিখে কৃতজ্ঞতা জানানোর কাজ শুরু করেছেন মোদী। সোমবারই প্রধানমন্ত্রীর দীর্ঘ চিঠি পেয়েছেন হুগলির বাসিন্দা দীপ্তাণু মুখোপাধ্যায়।

তিনি নরেন্দ্র মোদী এবং তাঁর মায়ের পোর্ট্রেট এঁকে গত মে মাসে হাজির হয়েছিলেন চুঁচুড়ায় নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভায়। ভিড়ের মধ্যেই কোনওমতে প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের হাতে ছবিটা তুলে দেন দীপ্তাণু। তিনি ভাবতেও পারেননি, দু’মাসের মাথায় স্বয়ং মোদী চিঠি লিখে তাঁর আঁকা পোর্ট্রেটের তারিফ করবেন।

Narendra Modi Letter : কথা রাখলেন মোদী! প্রধানমন্ত্রীর চিঠি এল হুগলির পড়ুয়ার বাড়িতে

দীপ্তাণুর কথায়, ‘প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে দারুণ লাগছে। উনি আমার আঁকা ছবির প্রশংসা করেছেন। এর থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে? আমার মতো দেশের একজন সাধারণ নাগরিককেও যে উনি কতটা গুরুত্ব দেন, সেটা শেখার মতো।’ দীর্ঘ নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে ২৩টি জনসভা করেছেন প্রধানমন্ত্রী। প্রায় প্রতিটি সভা থেকেই কর্মী-সমর্থকদের আঁকা একাধিক পোর্ট্রেট উপহার পেয়েছিলেন তিনি।

বিজেপি সূত্রে খবর, সব মিলিয়ে এ রাজ্য থেকে মোদীর পঞ্চাশটির মতো পোর্ট্রেট দিল্লি গিয়েছে। তাঁদের সবাইকে আলাদা আলাদা ভাবে চিঠি পাঠাতে চলেছেন প্রধানমন্ত্রী। রাজ্যস্তরের এক বিজেপি নেতার কথায়, ‘শুধু তো বাংলা নয়, দেশের সব রাজ্যেই ঘুরে ঘুরে জনসভা করেছেন মোদীজি। কিন্তু নিজের এতগুলি পোর্ট্রেট তিনি অন্য কোনও রাজ্য থেকে উপহার পাননি। ফলে বাংলার শিল্পীদের কদর যে তাঁর কাছে বেশি হবে, তা নিশ্চিত করেই বলা যায়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *