নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যান ৬ মৎস্যজীবী। পূর্ব মেদিনীপুর জেলার শৌলা থেকে ৬ জন মৎস্যজীবী মাছ ধরতে গিয়েছিলেন গভীর সমুদ্রে। মঙ্গলবার রাত থেকেই তাঁদের আর কোনও খোঁজ মিলছিল না। মৎস্যজীবীদের খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে ৬ মৎস্যজীবীকেই জীবিত অবস্থাতেই উদ্ধার করা হয়েছে। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা আর তার প্রভাবেই জেলায় জেলায় চলছে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। আর তার মধ্যেই রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিও। দুর্যোগে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই জন্য সমুদ্রে যেতেও জারি রয়েছে নিষেধাজ্ঞা। তবে তার তোয়াক্কা না করেই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন এই ৬ মৎস্যজীবী আর তাতেই ঘটে বিপত্তি।