রেলের তরফে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে ০৩১০১ শিয়ালদা-খুরদা রোড স্পেশ্যাল ০৬.০৭.২০২৪ এবং ১৩.০৭.২০২৪ (০২ ট্রিপ) তারিখে শিয়ালদা থেকে ০০:০৫ টায় (রাত ১২:০৫ মিনিট) ছাড়বে এবং ওইদিনই সকাল ০৮:৩০ টায় খুর্দা রোডে পৌঁছবে । আবার ০৩১০২ খুরদা রোড-শিয়ালদা স্পেশাল ০৬.০৭.২০২৪ এবং ১৩.০৭.২০২৪ (০২ ট্রিপ) তারিখে খুরদা রোড থেকে ১৬:৪০-এ (বিকেল ০৪:৪০ মিনিট) ছাড়বে এবং পরের দিন ০২:০০ টো (রাত ২টো ) শিয়ালদা পৌঁছবে। যাত্রাপথে ট্রেনটি আন্দুল, খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক এবং ভুবনেশ্বর স্টেশনে থামবে। ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকছে।
এদিকে আবার ০৩৪১৯ মালদা টাউন-মালতীপতপুর স্পেশাল ০৪.০৭.২০২৪ এবং ১১.০৭.২০২৪ (০২ ট্রিপ) তারিখে মালদা টাউন থেকে সকাল ০৯:৩০ টায় ছাড়বে এবং পরের দিন ০৩:৫৫ মিনিটে (ভোর রাত ০৩:৫৫ মিনিট) মালতীপতপুর পৌঁছাবে । অন্যদিকে ০৩৪২০ মালতীপতপুর-মালদা টাউন স্পেশাল ০৫.০৭.২০২৪ এবং ১২.০৭.২০২৪ (০২ ট্রিপ) তারিখে সকাল ০৬:০০টায় মালতীপতপুর থেকে ছাড়বে এবং ওই দিনই ২৩:৪৫ মিনিটে (রাত ১১:৪৫ মিনিট) মালদা টাউন স্টেশনে পৌঁছাবে। এই ট্রেনটি যাত্রাপথে রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, অন্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, মেদিনীপুর, হিজলি, বালেশ্বর , ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুর্দা রোড স্টেশনে থামবে। এই ট্রেনটিতে স্লিপার ক্লাস ও শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা থাকছে বলে জানান হয়েছে রেলের পক্ষ থেকে। দুটি ট্রেনেই বুকিং করা যাবে পিআরএস ও ইন্টারনেটের মাধ্যমে। সেক্ষেত্রে যাঁরা রথযাত্রীয় পুরীর জগন্নাথদেবের দর্শন পেতে চান, তাঁদের যাতায়াতে অনেকটাই সুবিধা হবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।
