দিল্লির সেই মেধাবী মধ্যবিত্ত ছেলেটার বুকে সব সময়ে জ্বলত একটা আগুন। নিজেকে প্রমাণ করার তাড়না, পায়ের তলার জমি শক্ত করার জেদ। আর স্বপ্ন নগরীতে এক স্বপ্নের কেরিয়ার তৈরি করার অদম্য ইচ্ছে। সেই ছেলেটাই তো আজকের শাহরুখ খান। দেশ বিদেশের একাধিক সম্মানে ভূষিত পদ্মশ্রী শাহরুখ খান। সেই তালিকায় এবার যোগ হতে চলেছে আরও এক অনন্য সম্মান। তাঁর হাতে তুলে দেওয়া হবে প্রেস্টিজিয়াস পার্দো আলা কারিয়েরা সম্মান। ৭৭তম লোকার্নো ফিল্ম ফেস্টিভালে গ্লোবাল আইকন শাহরুখ পাবেন এই অনন্য সম্মান। তাঁর স্বর্ণোজ্জ্বল কেরিয়ারকে কুর্নিশ জানাতেই লোকার্নোর এই পুরস্কার। আগামী ১০ অগস্ট ওপেন-এয়ার ভেন্য়ু পিয়াজা গ্রন্ড-এ আয়োজিত হবে এই অনুষ্ঠান। এই বিশ্ব বিখ্যাত এই ফিল্ম ফেস্টিভালে দেখানো হবে দেবদাস ছবিটিও বলে জন গিয়েক। ২০২৩ সালে ব্য়াক টু ব্যাক তিনটি বাম্পার হিট ছবি উপহার দিয়েছেন তিনি। পাঠান, জওয়ান আর ডাঙ্কি প্রমাণ করে দিয়েছে, বক্স অফিস আজও এই বাদশার কথাতেই ওঠে বসে। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।