রথ আসতে আর বাকি দুদিন। শেষ মুহূর্তে দিঘায় প্রস্তুতি তুঙ্গে। মন্দির উদ্বোধন না হলেও চলছে রথযাত্রার প্রস্তুতি। রাজ্য সরকারের উদ্যোগে গড়ে ওঠা দিঘা জগন্নাথ মন্দির থেকে আগামী সাত জুলাই বের হবে রথ যাত্রা। সেই উপলক্ষে পথের ধারের দোকানদারদের বিশেষ নির্দেশ প্রশাসনের। অল্ড দিঘার রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দিরের রথ। সেই রথ দিঘার নতুন জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে যাবে পুরনো জগন্নাথ মন্দির অর্থাৎ মাসির বাড়িতে। তাই রথ নির্মাণের কাজ যেমন চলছে তেমনি রথ টানার রাস্তা প্রস্তুত করতে ব্যস্ত দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ। তার আগে রাস্তা ফাঁকা করতে রাস্তার পাশের দোকানদারদের নির্দেশ প্রশাসনের। পর্ষদের পক্ষ থেকে মাইকিং করে ঘোষণা করে দেওয়া হয়েছে, নির্মীয়মান জগন্নাথ মন্দির থেকে পুরাতন জগন্নাথ মন্দির অর্থাৎ অল্ড দিঘার সমুদ্র তটে যে জগন্নাথ মন্দির রয়েছে সেখান পর্যন্ত রথ যাবে। পুরাতন জগন্নাথ মন্দিরকে মাসির বাড়ি হিসাবে ঘোষণা করা হয়েছে। সেখানেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা থাকবেন। নতুন জগন্নাথ মন্দির থেকে পুরাতন জগন্নাথ মন্দির পর্যন্ত রাস্তার দুধারের দোকানপাট, রাস্তার ধারে পার্কিং করা গাড়ি সমস্ত কিছু বৃহস্পতিবার ৯ টার মধ্যে সরিয়ে নিতে হবে বলে নির্দেশ।