Baghdad By Election,বাগদায় প্রচার তুঙ্গে, বিরোধী শিবিরে ভাঙন – more than one hundred bjp and cpm workers join trinamool hard of baghdad by election


এই সময়, বাগদা: হাতেগোনা আর কয়েকটা দিন বাকি বাগদা উপনির্বাচনের। তার আগেই বড়সড় ভাঙন ধরল বিজেপি এবং সিপিএম শিবিরে। মঙ্গলবার রাতে বাগদার আমডোব এলাকায় তৃণমূলের প্রচার সভার মঞ্চ থেকেই বিজেপির স্থানীয় বুথ সভাপতি-সহ শতাধিক বিজেপি এবং সিপিএমের কর্মী যোগদান করেন তৃণমূলে। সদ্য দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর।বাগদা উপনির্বাচনে প্রার্থী ঘোষণার পর থেকেই বিজেপির অন্দরে অস্বস্তি অব্যাহত। প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা নির্দল প্রার্থী ঘোষণা করেছে। এর পর ভোটের মুখে আষাঢ়ু পঞ্চায়েতের গাঙ্গুলিয়া থেকে বিজেপির বাগদা-২ নম্বর মণ্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদক বিক্রম রায়কে মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড।

মঙ্গলবার সন্ধ্যায় বাগদার আমডোবতে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে সভায় হাজির ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর এবং তৃণমূলের শ্রমিক সংগঠনের বনগাঁর সভাপতি নারায়ণ ঘোষ। সেই সভাতেই শতাধিক বিজেপি এবং সিপিএমের কর্মী যোগ দেন তৃণমূলে। বিজেপির বনগাঁ জেলা সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ‘বাগদার মানুষ বিজেপিকে জয়ী করবেন।’

অন্যদিকে, বুধবার তৃণমূল প্রার্থী মধুপর্ণার সমর্থনে প্রচার করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দলের কর্মী সমর্থকদের নিয়ে সভার পাশাপাশি প্রার্থীর সমর্থনে বাগদার সিন্দ্রানি বাজারে পদযাত্রা করে প্রচারও সারেন তিনি। লোকসভা নির্বানের সিন্দ্রানি থেকে বিজেপি লিড পেয়েছে। দমকলমন্ত্রী সুজিত বসু এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা বুধবার বাগদায় এসে প্রচার সারেন। স্বাস্থ্যমন্ত্রীকে সামনে পেয়ে সিন্দ্রানির মানুষ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রটি হাসপতালে রূপান্তরিত করার দাবি করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *