Joynagar Theft Incident : দোকানে ঢুকেই মাথায় হাত, গায়েব লক্ষাধিক টাকার গয়না – theft at jayanagar jewellery shop rs 4 lakh to 5 lakh gold and silver were allegedly stolen watch video


ফের গয়নার দোকানে চুরির ঘটনা। সোনা এবং রুপো মিলিয়ে প্রায় ৪ থেকে ৫ লাখের জিনিস চুরি হয়েছে বলে অভিযোগ। কার্যত দোকান সাফ করে সব কিছু নিয়ে চলে গিয়েছে চোরের দল। জয়নগর মজিলপুর পুরসভার ৭ নং ওয়ার্ডের তিলিপাড়া বাজার এলাকার ঘটনা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। দোকানের মালিক জানিয়েছেন, তিনি দোকানেই থাকেন রাতে। কিন্তু ছেলের অ্যাকসিডেন্ট হওয়ায় গত দুদিন ধরে তিনি দোকানে থাকতে পারেননি। তারই সুযোগ নিয়েছে চোরের দল। মালিক পরের দিন দোকান খুলতে এসে পুরো বিষয়টি জানতে পারেন। পাশাপাশি চোরের দল সঙ্গে করে নিয়ে গিয়েছে কম্পিউটারের হার্ডডিস্কও, যাতে সিসিটিভি ফুটেজে কিছু না দেখা যায়। দেখে নিন ভিডিয়ো…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *