জনপ্রিয় পরিচালক নীরজ পান্ডের খাকি: দ্য বেঙ্গল চ্যাপটারে দেখা যাবে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়কে। সেখানে দেখা যাবে বাংলার সুপারস্টার জিতকেও। তার শ্যুটিং যেমন জোর কদমে চলছে, তেমনই কানাঘুষো শোনা যাচ্ছে হিন্দি ছবিতে পরিচালকের ভূমিকায় এবার দেখা যাবে তাঁকে (Prosenjit Chatterjee In Mumbai)। বৃহস্পতিবার দুপুরে বাংলার সুপারস্টার, সব্বার প্রাণের মানুষ বুম্বাদার দেখা মিলল মুম্বইয়ের জুহুতে। গ্রে টি-শার্ট আর সাদা লিনেন ট্রাউজার্সের ৬০ পেরিয়েও ভীষণই সেনশুয়াল এবং হ্যান্ডসাম প্রসেনজিত্ চট্টোপাধ্যায়। সম্প্রতি মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ ঋতুপর্ণার অযোগ্য ছবি যা বক্স অফিসে কার্যত ভাল সারা ফেলেছে। মুম্বইয়ে বুম্বাদার আরও মুহূর্তের ভিডিয়ো দেখতে চান। আপাতত দেখে নিন এই ভিডিয়ো।