Hooghly Police,বাড়িতে বসেই অভিযোগ জানানো যাবে থানায়, নতুন পরিষেবা হুগলির বাসিন্দাদের – hooghly police started online gd application for the rural citizen


কলকাতা পুলিশ পথ দেখিয়েছিল বছর ছয়েক আগেই। বাড়িতে বসেই সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করার ব্যবস্থা করে লালবাজার। এবার সেই পথেই হাঁটতে চলেছে হুগলি গ্রামীণ পুলিশ। এবার থানায় গিয়ে নয়, বাড়িতে বসেই অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। জনসাধারণের সুবিধার্থে E-GDE পরিষেবা চালু করতে চলেছে হুগলি গ্রামীণ পুলিশের অধীনে সব থানায়।কমিশনারেটের পর জেলায় এই প্রথম কোনো গ্রামীণ পুলিশের পক্ষ থেকে এই পরিষেবা চালু করা হচ্ছে। আগামী ৭ই জুলাই থেকে এই পরিষেবা চালু হচ্ছে হুগলি গ্রামীণ পুলিশের প্ৰতিটি থানায়। মূলত অনলাইনের মাধ্যমে থানায় নথিভুক্ত করা যাবে জেনারেল ডাইরি। অনলাইনেই GD entry Number নাম্বার জানতে পারবেন অভিযোগকারী। অর্থাৎ জেনারেল ডাইরি বা ‘GDE number ‘পাওয়ার জন্য স্ব-শরীরে থানায় আসার কোনও প্রয়োজন পড়বে না বলেই জানালেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশীষ সেন।

সাধারণত আধারকার্ড,এটিএম কার্ড, ব্যাঙ্ক-পাস-বই, জন্ম-সার্টিফিকেট, মৃত্যু-সার্টিফিকেট, ডঙ্গল, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত-শংসাপত্র, ই-জিডি, বিদ্যুৎবিল, ব্যাঙ্ক লকারের চাবি, কেডিপি/ এনএসসি, ল্যাপটপ, এল.আই.সি. পলিসি, মেডিক্লেইম কার্ড, মোবাইল ফোন, মিউটেশন সার্টিফিকেট, গাড়ির নম্বরপ্লেট, অফিস আইডিকার্ড, প্যানকার্ড, পরচা, পাসপোর্ট, রেলপাস, রেশন কার্ড, ভাড়াবিল, শেয়ার সার্টিফিকেট, সিমকার্ড, স্টুডেন্ট আইডি কার্ড, ট্যাবলেট, ট্যাক্সরসিদ ভোটার আইডি কার্ড খোয়া গেলে জেনারেল ডাইরি করা অনলাইনের মাধ্যমে।

কোথায় জানাবেন অভিযোগ? হুগলি গ্রামীণ পুলিশের তরফে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। ই-জিডি করার জন্য http://egd.hooghlyruralpd.in/ এবং hooghlyruralpolice.wb.gov.in ওয়েব সাইটে গিয়ে একবারই রেজিস্ট্রেশন করার পর জেনারেল ডাইরি করতে পারবেন সাধারণ মানুষ।

হাথরসের ঘটনা থেকে শিক্ষা, শ্রাবণী মেলার ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা
হুগলি গ্রামীণ পুলিশ সুপার জানান, প্রবীণ নাগরিকদের আর থানায় এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হবে না। নির্দিষ্ট তালিকার অন্তর্ভুক্ত অভিযোগগুলি App-এর মাধ্যমে জানাতে পারবে। জেলা এবং শহরতলীর সমস্যা একই। সেকথা মাথায় রেখে ব্যারাকপুর, বিধাননগরের মতোই হুগলি গ্রামীণ থানা গুলিতে এই অ্যাপ চালু করা হচ্ছে। এই অ্যাপে কেবলমাত্র একবারই লগ ইন করে রেজিস্টার করতে হবে। এতটাই সহজ হবে যে মানুষকে আর থানায় যেতে হবে না। ওই অ্যাপের মধ্যেই জিডি নাম্বার দেওয়া থাকবে, সেটা ডাউনলোড করে নিতে হবে। উপযুক্ত নথি দিয়ে তবেই আপলোড করতে হবে। যদি এর মধ্যে কোন ভুয়ো নথি পাওয়া যায় তবে সেটিকে বাতিল করে দেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *