Kolkata Police,নিউ টাউনে শিশু চুরির চেষ্টা! ট্রাফিক পুলিশকর্মীর ‘হিরোইক চেজ’-এ রক্ষা – new town one traffic police reportedly saved a child from trafficking


নিউ টাউনে দিবালোকে এক শিশুকে অপহরণের চেষ্টা! যদিও স্থানীয়দের প্রচেষ্টায় উদ্ধার করা হয় ওই শিশুটিকে। কিন্তু, বাইক নিয়ে এলাকা ছাড়ে অপহরণকারী ব্যক্তি।স্থানীয়দের দাবি, টেকনোসিটি থানার অন্তর্গত নিউ টাউন চকপাচুরিয়া এলাকার গণ্ডার মোড়ের কাছে এক শিশু কন্যাকে খাবার দেওয়ার লোভ দেখিয়ে বাইকে তোলার চেষ্টা করে এক যুবক। তাতে সফলও হয় সে। কিন্তু, এই বিষয়টি নজরে আসে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশের।

ব্যক্তির হাবভাব দেখে তাঁর সন্দেহ হয় এবং ওই বাইকটিকে কিছুদূর পর্যন্ত ধাওয়া করেন তিনি। খবর দেন পুলিশ স্টেশনে। এদিকে ধাওয়া করা হচ্ছে বুঝতে পেরে নির্জনে একটি জায়গায় শিশু কন্যাকে বাইক থেকে ফেরে পালিয়ে যায় ওই ব্যক্তি। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর দেওয়া হয়েছে টেকনোসিটি থানায়। অপহরণকারী ব্যক্তির খোঁজে তদন্তে পুলিশ। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

এক স্থানীয় বাসিন্দা প্রশান্ত মণ্ডল বলেন, ‘সংবাদ মাধ্যমে দেখছি ছেলেধরার বিষয়টি নাকি জল্পনা। কিন্তু, আজ চোখের সামনে গোটা দৃশ্যটি দেখলাম। একটা বাচ্চা মেয়েকে বাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করল। আমরা অনেকে বাইক এবং সাইকেলে ধাওয়া করি। এরপর ওই ব্যক্তি এসবিআই ব্যাঙ্কের পাশে আমবাগানে মেয়েটাকে ফেলে দিয়ে চলে যায়। আমরা চাই এরা যেন ধরা পড়ে। আমরা খুবই আতঙ্কিত। প্রত্যেকের বাড়িতে বাচ্চা রয়েছে।’

এদিকে যে কর্তব্যরত পুলিশ কর্মী ওই শিশুটিকে রক্ষা করেন তিনি বলেন, ‘হঠাৎ দেখলাম একটা লোক বাইকে মেয়েটিকে নিয়ে চলে যাচ্ছে। আমি তাকে ধাওয়া করি। পাশাপাশি বিষয়টি চেক পোস্টে জানায় যাতে বাচ্চা সমেত কোনও বাইক দেখলে আটকে দেয়। তারপর জানা যায়, মাঝপথে বাচ্চাটিকে নামিয়ে দেওয়া হয়েছে।’

ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা। স্থানীয়দের ক্ষোভ, বারবার মাইকিং করে প্রচার করা হচ্ছে যে এই ধরনের বাচ্চা চুরির বিষয়টি পুরোটিই গুজব। এই দাবির মধ্যে কোনও সত্যতা নেই। কিন্তু, এই ঘটনা ঘটল নিউ টাউনের মতো জায়গাতে। সেক্ষেত্রে তাঁদের সন্তানরা কতটা সুরক্ষিত? তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই বাইকে কে ছিল? তা সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *