Neet Exam 2024 Scam,নিট তদন্তে নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার রহস্যময় ডায়েরি – neet exam 2024 scam cbi recovered the mysterious diary from the newtown flat


এই সময়: ডাক্তারির স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট-পিজি নিয়ে ভুয়ো নোটিস ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে পরীক্ষার্থীদের সতর্ক করলো নিট-পিজি আয়োজক সংস্থা ন্যাশনাল বোর্ড অফ এগজ়ামিনেশন অফ মেডিক্যাল সায়েন্সেস (এনবিইএমএস)। এদিকে, কাল, শনিবার থেকে শুরু হতে চলেছে ডাক্তারির স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা বিতর্কিত নিট-ইউজি’র কাউন্সেলিং পর্ব।এসবের মধ্যেই নিট-ইউজি প্রশ্ন ফাঁসের তদন্তে ধানবাদ থেকে গ্রেপ্তার করা হলো আরও ১ জনকে। সব মিলিয়ে এই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪। ইতিমধ্যেই নিউ টাউনে সন্দেহভাজন ও ফেরার অমিত কুমারের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে সিবিআইয়ের হাতে এসেছে একটি ডায়েরি।

কী আছে সেই ডায়েরিতে?
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা মনে করছেন, তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র লুকিয়ে আছে ওই ডায়েরিতেই। দিন দশেক আগে গাড়ি নিয়ে নিউ টাউনের ফ্ল্যাটে এসেছিলেন অমিত। তার সঙ্গে কলকাতা-সহ বাংলার বেশ কিছু নিট কোচিং সেন্টারের যোগাযোগ ছিল বলে একপ্রকার নিশ্চিত সিবিআই। উদ্ধার হওয়া ডায়েরিতে মিলেছে তার সূত্র।

সেখানে রয়েছে অনেকের মোবাইল নম্বর। তদন্তকারীদের সন্দেহ, নিটের প্রশ্ন ফাঁসের অন্যতম মূলচক্রী বিহারের নালন্দার বাসিন্দা পলাতক সঞ্জীব মুখিয়ার পশ্চিমবঙ্গের যোগসূত্র হিসেবে কাজ করেন এই অমিত। তাঁর খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

নিউ টাউনে অমিতের ফ্ল্যাটে গিয়ে তাঁর খোঁজ না মেলায়, আত্মীয় এবং পরিজনদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। নিট দুর্নীতিতে গুজরাট, মহারাষ্ট্র, বিহার, নয়ডা ও ঝাড়খণ্ড থেকে যারা গ্রেপ্তার হয়েছেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করেই অমিতের নাম উঠে আসে। হাজারিবাগে স্থানীয় এক সাংবাদিক-সহ তিনজনকে গ্রেপ্তারের পরেও অমিতের কথা জানা যায়।

সিবিআই-এর স্পেশ্যাল ইউনিট সেই সব অভিযুক্তদের জেরা করে, এ রাজ্যের বেসরকারি চাকরির প্রবেশিকা দেওয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলির বিষয়ে বেশ কিছু তথ্য পেয়েছেন। পাশাপাশি অমিত কুমারের ফ্ল্যাটের তালা ভেঙে বেশকিছু নথিপত্র পাওয়া গিয়েছে, যা থেকে নতুন তথ্য মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারী অফিসারেরা।

নিট প্রশ্নফাঁস তদন্তে এবার সিবিআই-হানা নিউ টাউনে

এদিকে, নিট-ইউজি পরীক্ষার এই বিতর্কের মধ্যেই নিট-পিজি পরীক্ষার আয়োজক সংস্থা এনবিইএমএস-এর একটি বিজ্ঞপ্তি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে স্বাস্থ্য মহলে। ওই বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের সতর্ক করে বলা হয়েছে, টাকার বিনিময়ে নিশ্চিত সুযোগের টোপ দিয়ে বিভিন্ন বিজ্ঞাপন ও নোটিস ভেসে বেড়াচ্ছে সমাজমাধ্যমে। সে সবে যেন পরীক্ষার্থীরা আমল না দেন।

এমডি-এমএস প্রত্যাশী পরীক্ষার্থীদের সতর্ক করে বলা হয়েছে, সমাজমাধ্যমে অনেকেই নিট-পিজি পরীক্ষার প্রশ্ন বিক্রি করার নামে পরীক্ষার্থীদের বোকা বানাতে চাইছে। তাদের পাতা ফাঁদে ও প্ররোচনায় যেন কেউ পা না দেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *