TMC MLA Oath Controversy: বয়কট বিজেপির! বহু বিতর্ক পেরিয়ে অবশেষে শপথ গ্রহণ তৃণমূলের দুই বিধায়কের


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে মিটল বিধানসভায় জয়ী দুই প্রার্থীর শপথ জটিলতা। ডেপুটি স্পিকারের অনুরোধে শপথ বাক্য পাঠ করলেন স্পিকারই। জয়ের একমাস পর শপথগ্রহণ তৃণমূলের জয়ী প্রার্থীদের। বিধানসভায় শপথবাক্য পাঠ করলেন বরাহনগর এবং ভগবানগোলার জয়ী দুই প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকার।

আরও পড়ুন, Aadhaar number: ‘আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়’, কলকাতা হাইকোর্টকে জানাল UIDAI

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক হয়েছিল ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ই শপথবাক্য পাঠ করাবেন। তবে তা করা হলে স্পিকারকে অসম্মান করা হবে বলে জানান সায়ন্তিকা, রায়াতরা। স্পিকার থাকতে কেন ডেপুটি? সেই প্রশ্ন তুলেছেন ডেপুটি স্পিকারও।অবশেষ শুক্রবার দুপুরে বিধানসভায় সায়ন্তিকাদের শপথবাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন, Firing in Kolkata: ফের কলকাতায় বন্দুকবাজের দাপট! বৃদ্ধ মালিকের বাড়িতে লুঠের চেষ্টা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *