Toofan Premiere Exclusive : শহরে ‘তুফান’, সিনেমা হলে সেলেব ঢেউ – shakib khan and mimi chakraborty starrer toofan cinema premiere in kolkata many tollywood actors attended watch video


বাংলাদেশে ঝড় তুলে এবার এপারে। বৃহস্পতিবার তুফানের প্রিমিয়ার ছিল কলকাতার মাল্টিপ্লেক্সে। আর সেখানেই বসেছিল তারকার হাট। তার আগে অবশ্য সাংবাদিক বৈঠকেও ঝড় তুলেছিলেন মিমি-শাকিব। বাংলাদেশে রমরমিয়ে চলছে এই সিনেমা গত এক সপ্তাহ ধরে (Toafan Cinema Premiere)। বাংলাদেশে বাম্পার রেসপন্স পেয়ে পশ্চিমবঙ্গে এসভিএফ-এর হাত ধরে রিলিজ করল আজ ৫ জুলাই (Shakib Khan Film)। তার আগে বৃহস্পতিবার তুফানের প্রিমিয়ার হয়ে গেল কলকাতার একটি জনপ্রিয় মাল্টিপ্লেক্সে। সেখানে টলিপাড়ার অনেকেই হাজির ছিলেন। কার্যত চাঁদের হাট বসেছিল বলা যায়। বনি সেনগুপ্ত থেকে শুরু করে মধুমিতা সরকার সহ আরও অনেকে এদিন হাজির ছিলেন। আসুন দেখে নিন সেই এক্সক্লুসিভ ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *