Anant Radhika Sangeet: সোনায় তৈরি বন্ধগলা, ক্রিস্টালের লেহেঙ্গা, চোখ ধাঁধাঁনো অনন্ত রাধিকা – anant ambani and radhika merchant sangeet ceremony was held on friday watch video


দেশ এমন এলাহি বিয়ের আয়োজন আগে কবে দেখেছে বোধহয় বিশেষ মনে করতে পারবে না। এমনকী অম্বানি পরিবারের বাকি দুই সন্তান আকাশ-ইশার বিয়েতেও এমন চোখ ধাঁধানো অ্যারেঞ্জমেন্ট হয়নি। তবে বাড়ির ছোট ছেলের আবদার তো একটু আলাদা হবেই! ৫ জুলাই, রবিবার বসেছিল তাঁদের এলাহি সংগীতের অনুষ্ঠান। আর সেখানেই যখন রাধিকার হাত ধরে ফটোগ্রাফারদের সামনে আসলেন অনন্ত অম্বানি, চোখ ঝলসে যাওয়ার জোগার! আবু জানি-সন্দীপ খোসলার ডিজাইন করা সোনার সুতোর এমব্রয়ডারি করা বন্ধগলা এবং রাধিকার স্রোভোস্কি ক্রিস্টালের লেহেঙ্গা দেখলে চোখে ঝিলমিল লেগে যেতে বাধ্য! অনন্ত মিডনাইট ব্লু রং বেছে নিলেও, রাধিকার জন্যে ছিল প্যাস্টেল শেডের এই টিস্যু লেহেঙ্গা। যেতে যেতে আবার ঘুরে দাঁড়ালেন। যাঁরা তাঁদের সব অনুষ্ঠান কভার করেন, সেই চিত্রসাংবাদিকদের সঙ্গে জমিয়ে ছবি তুললেন হবু দম্পতি। বাকিটা? ক্রমশ প্রকাশ্য



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *