মঙ্গলবার রাতে বাড়ির মধ্যেই পড়ে যান মুকুল রায়। পড়ে গিয়ে চোট পান মাথাতে। এরপর তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসারত ছিলেন তিনি। তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। শুক্রবার মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু জানিয়েছিলেন, তাঁর বাবা আছন্ন। সাড়া দিচ্ছে না।
একদা সতীর্থকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন কুণাল ঘোষ। মুকুল রায়ের শারীরিক অবস্থা দেখে মন খারাপ তাঁর। তিনি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেখানে লেখেন, ‘মুকুল রায়কে দেখে এলাম। খারাপ লাগল। আজ তিনি ভেন্টিলেশনের বাইরে। কিন্তু মস্তিষ্ক অচল। শুভ্রাংশু ডাকল। সাড়া দিল না। ডাক্তাররা বলছেন, পর্যবেক্ষণ ও অপেক্ষা। সক্রিয়দের এই নিষ্ক্রিয় ছবি বেদনাদায়ক। মতপার্থক্য ভুলিয়ে মন ভারাক্রান্ত করে দেয়। মুকুলদা সাড়া দিক। সেরে উঠুক।’
উল্লেখ্য, ২০১৮ সালে বিজেপিতে যোগদান করেছিলেন মুকুল রায়। সেই সময় রাজনৈতিক মহলে এই নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে অনেকটাই সক্রিয় ভূমিকা পালন করেছিলেন মুকুল রায়।
২০২১ সালে বিজেপির টিকিটে তিনি বিধানসভা নির্বাচনে লড়ে জয়ীও হয়েছিলেন। কিন্তু, সেই বছরই তাঁর ব্যক্তিগত জীবনে বিপর্যয় নেমে এসেছিল। সেই সময় অসুস্থ মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেই বছরই ছেলে শুভ্রাংশু রায়কে নিয়ে ফের একবার তৃণমূলে প্রত্যাবর্তন করেন মুকুল রায়। কিন্তু, দিন দিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। আপাতত তিনি বেশিরভাগ সময়ই বাড়িতে থাকেন। শুক্রবার মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় জানান, আইসিইউতে রাখা হয়েছে বাবাকে। হাসপাতাল সূত্রে খবর, মুকুল রায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সংকটজনক।