Skip to content
রাত পোহালেই রথযাত্রা। জেলায় জেলায় চলছে তার প্রস্তুতি। কিন্তু রথের দড়ি টানা মাটি করবে না তো বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর শুনে নেব। শনিবার বঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জানাল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবারে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকেই বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদেও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।
Source link