শুক্রবার বোলপুরের এক নৃশংস ঘটনার খবরে শিউড়ে উঠেছিল গোটা বাংলা। বন্ধ ঘরে আগুন লাগিয়ে ঘুমন্ত অবস্থায় মা, বাবা ও চার বছরের ছোট্ট ছেলেকে পুড়িয়ে মারার চক্রান্ত করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনায় পুড়ে মৃত্যু হয় ৩০ বছরের কেরিমা বেগম ও তাঁর চার বছরের ছেলে আয়ান শেখের। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় ৩৮ বছরের আবদুল আলিমকে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের শত প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভবপর হয়নি। বোলপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নামতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। কী ভাবে নিজের প্রিয়জনই ঘটিয়েছে এই ঘটনা তা আসে সামনে। সাংবাদিক সম্মেলন করে অপরাধের ইতিবৃতান্ত জানান পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। দেখে নিন ভিডিয়ো….