উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার বিকেলে নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে নানা রকম ঘোষণা করেছেন। পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই তৈরি থাকতে বলেছেন তিনি বিভিন্ন দফতরকে। এ ছাড়াও তিনি এ দিন কেন্দ্রের বিরুদ্ধে নানা বিষয় নিয়ে তোপ দেগেছেন। কেন্দ্রের ‘রং নীতি’ নিয়ে এ দিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেলের গৈরিকিকরণ নিয়ে ফের সরব হয়েছেন তিনি এ দিন। এমনকী স্বাস্থ্যে কেন্দ্রেও রং নির্দিষ্ট করা নিয়েও ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি তোপ দেগেছেন, ফরাক্কা নিয়ে ভারত বাংলাদেশ আলোচনায় পশ্চিমবঙ্গকে না জানানো নিয়ে। এ দিন মুখ্যমন্ত্রী রং নিয়ে আধিকারিকদেরও বিশেষ নির্দেশ দিয়েছেন। কী বলেছেন তিনি? দেখে নিন ভিডিয়ো….