উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরেই চলছে ভারি বৃষ্টি। যার ফলে কার্যত দফায় দফায় নামছে ধস। ফুলে উঠছে নদী। বেহাল দশা রাস্তাগুলির। রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছে সেখানকার মানুষের জনজীবন। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতির আশঙ্কায় আগেভাগেই সাবধানী শুনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিশেষ কিছু নির্দেশের সঙ্গে সঙ্গে কেন্দ্রের প্রতিও তিনি উগড়ে দিলেন ক্ষোভ। ড্রেজিং না করা ও ড্রেজিংয়ের টাকা না দেওয়াতে এই পরিস্থিতি বলে দাবি মুখ্যমন্ত্রীর। তিনি অভিযোগ তোলেন, কেন্দ্রের বিরুদ্ধে গঙ্গা ভাঙনের ব্যবস্থা না নেওয়ার। এমনকী ড্রেজিংয়েও টাকা দেওয়া হয় না বলে অভিযোগ। পাশাপাশি ফরাক্কা নিয়ে ভারত বাংলাদেশ আলোচনার কথা না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।