Mamata Banerjee On North Bengal : ‘উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা…’, সতর্কতায় বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর – cm mamata banerjee given special instructions in north bengal situation knowing details watch video


উত্তরবঙ্গের পরিস্থিতি ক্রমশ ভয়ানক হয়ে উঠছে। রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছে সেখানকার মানুষের জনজীবন। এক নাগাড়ে চলছে বৃষ্টি। যার ফলে কার্যত দফায় দফায় নামছে ধস। ফুঁসছে তিস্তাও। বেহাল দশা রাস্তাগুলির। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন উত্তরবঙ্গে বন্যার আগেই রিলিফ প্যাকেজ ঘোষণা করেছেন তিনি। আগে থেকেই সতর্ক থাকতে বলা হয়েছে প্রশাসনকে। উত্তরবঙ্গের বিভিন্ন দফতর এবং জেলাগুলির কাছ থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী সেখানে বন্যার আশঙ্কা রয়েছে। তাই আগেভাগেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ছেন মুখ্যমন্ত্রী যেই অঞ্চলগুলিতে জল বাড়তে পারে সেখানে। এ দিন আর কী ঘোষণা করেছেন তিনি? দেখে নিন ভিডিয়ো….



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *