Mountain Expedition: ভোট মিটতেই পর্বত অভিযান, দুর্গম পথে জয় বিধায়কের – arunava sen bagnan tmc mla successfully completed his uttarakhand panpatia col trek watch video


পেশা রাজনীতি হলেও নেশা পর্বত আরোহন। শেষ কয়েকমাসে লোকসভা ভোটের হাড়ভাঙা খাটুনির পর নির্বাচনে জয় আসতেই এবার একটু অক্সিজেন নেওয়ার পালা। রুকস্যাক পিঠে বেঁধে পাহাড়ের ডাকা সাড়া দিতে বেরিয়ে পড়েন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাগনানের বিধায়ক অরুনাভ সেন। যাকে পরিচিতরা ডাকেন রাজা বলে। এবার অরুনাভ সেনের লক্ষ্য ছিল দুর্গম পানপাথিয়া কল অভিযান। যেমন পরিকল্পনা তেমন কাজ। গত ২৬ জুন অরুনাভ সেনের নেতৃত্বে হাওড়ার পাঁচ এবং দিল্লির দুই অভিযাত্রী বেরিয়ে পড়েন অভিযানে। দুর্গম পথে ট্রেকিং করে ৫ হাজার ২৬০ মিটার উচ্চতার লক্ষ্যে পৌঁছন মাত্র সাতদিনে। ট্রেকিং শেষে বিধায়ক নিজেই জানালেন তাঁর অভিজ্ঞতা। দুর্গম পথে ৬১ কিলোমিটার ট্রেকিং করে পানপাথিয়া কলে জোড়াফুলের পতাকাও ওড়ান তিনি। দেখে নিন ভিডিয়ো…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *