বর্ষায় পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে অনেকেরই পরিকল্পনা থাকে উত্তরবঙ্গে যাওয়ার। তবে গত কয়েকদিন ধরেই সেখানে টানা চলছে বৃষ্টি। ফুঁসছে তিস্তা। বৃষ্টি থামারতো কোনও নামই নেই বরং ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আচ্ছা আপনারও কি এই বর্ষার উত্তরবঙ্গ দেখতে যাওয়ার প্ল্যান রয়েছে? টিকিট কি কেটে ফেলেছেন? তবে উত্তরবঙ্গে যাওয়ার আগে জেনে নিন আবহাওয়ার আপডেট। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং এবং কালিম্পঙে ধ্বসের সম্ভাবনা রয়েছে। জল বাড়তে পারে পাহাড়ি নদীগুলিতে। পাশাপাশি ভারী বৃষ্টির জেরে কমবে দৃশ্যমানতা। আরও জানানো হয়েছে চাষের বড় ক্ষতির আশঙ্কা রয়েছে অতি বৃষ্টির ফলে। ক্ষতিগ্রস্ত হতে পারে মাটির বাড়ি, রাস্তা। এমনকী পূর্বাভাস রয়েছে হড়পা বানেরও। অন্যদিকে মুখ্যমন্ত্রীও নির্দেশ দিয়ছেন এই পরিস্থিতিতে পাহাড়ে অ্যাডভেঞ্চার না করার।