Rachana Banerjee on 21 July: ‘২১ এর মঞ্চে দিদির বক্তব্য শুনতে মুখিয়ে আছি’ – hooghly constituency newly elected tmc mp rachna banerjee says what about 21 july watch video


জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈদ্যবাটি পৌরসভায় একটি প্রস্তুতি সভা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক বিধায়ক অরিন্দম গুই হুগলী কেন্দ্রে নবনির্বাচিত সাংসদ রচনা ব্যানার্জী, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন, বিধায়ক অসিত মজুমদার, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক অসীমা পাত্র ও জেলা পরিষদের সদস্যরা। এবারের একুশে জুলাই শহীদ দিবসে জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা অন্য মাত্রা যোগ করবে। কারণ সদ্য লোকসভা নির্বাচনে এই জেলার তিনটি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। যার ফলে উৎসাহী তৃণমূল কর্মীরা একুশে জুলাই সমাবেশের জন্য ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে। হুগলি জেলার প্রতিটি ব্লক টাউন জুড়ে চলছে ২১ জুলাই সফল করার জন্য দেওয়াল লিখন ছোট ছোট কর্মীসভা সহ মিটিং মিছিল। হুগলি জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের আশা এ বছর কলকাতায় হুগলি থেকে লক্ষাধিক মানুষ যোগ দেবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *