উত্তরবঙ্গে একদিকে এক নাগাড়ে ভারী বৃষ্টিপাত হয়েই চলেছে। যেন কোনো বিরাম নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে আবার উল্টো চিত্র। সেখানে ভারী বৃষ্টিপাত না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের ৫ জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১১ থেকে ১৪ জুলাই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আরও জানা গিয়েছে উত্তবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১১ জুলাই থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।