Vicky-Tripti Chemistry: বৃষ্টি তো কী! Bad Newz দর্শকের মনে পৌঁছে দেবেনই ভিকি – vicky kaushal tripti dimri and ammy virk movie bad newz is going to release on 19 july watch video


১৯ জুলাই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ভিকি কৌশল, তৃপ্তি দিমরি ও অ্যামি উইর্কের ছবি ব্যাড নিউজ। দুই পুরুষের দুই সন্তানের জন্ম দিতে চলেছেন পর্দার তৃপ্তি। মস্ত বড় কনফিউশন এবং বাবার অধিকার। সেই সব নিয়েই পর্দায় টানটানি ভিকি-অ্যামি। পর্দার বাইরে কিন্তু সবটাই বড্ড অ্যামিকেবল, মানে ওই দুই ইয়ারি কথা। বৃষ্টি ভেজা মুম্বইয়ে জোর কদমে চলছে দুই তারকার ছবির প্রচার। ব্যাড নিউজে প্রথমবার জুটি বাঁধছেন এই মুহূর্তে ন্যাশনাল ক্রাশ তৃপ্তি দিমরি ও ভিকি কৌশল। তবে তওবা তওবা গানে ভিকির সিজলিং অবতার রাতের ঘুম উড়িয়েছে বহু নারীর। অন্যদিকে ট্রেলারে নজর কেড়েছে ভিকি ও অ্যামির পারফেক্ট কমিক টাইমিংও। করণ জোহর এবং অনিশ থাডানির প্রযোজনায় এই ছবি ঘিরে তৈরি হচ্ছে হাইপ। আশা পূর্ণ হবে না চূর্ণ তা তো সময়ই বলবে। আপনারা বরং স্টারদের আনকাট কিছু মুহূর্ত এনজয় করুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *