অশোকনগরের সেরা পুজো গুলির মধ্যে অন্যতম ভারতী ক্লাবের ৭১ তম বর্ষের দুর্গা পুজোর খুঁটি পুজো হল। মহিলা থিম শিল্পী কোমরে আঁচল গুজে নিজেই মাঠে নেমে শুরু করলেন দুর্গা পুজোর প্যান্ডেল তৈরির কাজ। রথ যাত্রার বিশেষ এই দিনে সকাল থেকেই বিশেষ পুজোর আয়োজন করা হয় ক্লাব ময়দানে। এলাকার মহিলাদের পাশাপাশি নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরও লক্ষ্য করা গেল এদিনের খুঁটি পুজো ঘিরে আনন্দে মেতে উঠতে। ঢাকের তালে, রোদ ঝলমল পেজা তুলোর মেঘে, যেন মা-কে নিয়ে আসার প্রস্তুতি শুরু হল এদিন থেকেই। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ঘট প্রতিস্থাপন করে পুজো সারলেন পুরোহিত। পুজো করা খুঁটি এরপর ক্লাবের সকল সদস্যরা হাতে ধরে মাটিতে পুঁতে সূচনা করলেন ৭১ তম বর্ষের দুর্গাপুজোর মন্ডপ তৈরির কাজ। এবছর ভারতী ক্লাবের পুজোর বাজেট রাখা হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। থিমে উঠে আসবে সুদূর ব্যাংককের নজর কাড়া বৌদ্ধ মন্দির। মহিলা থিম শিল্পী ঝুনু দেবনাথ জানান, সুদূর কাটিয়াহাট থেকে তিনি এসেছেন। বিগত দু’বছর তিনি এই ক্লাবের মন্ডপ শয্যার দায়িত্বে ছিলেন। এবারও তার তৈরি প্যান্ডেল সকল মানুষের নজর করবে বলেই আশাবাদী শিল্পী।