অনন্ত-রাধিকার বিয়ের কাউন্টডাউন তো শুরু হয়েই গিয়েছে। সঙ্গীতের পর সোমবার অনুষ্ঠিত হয়ে গেল গায়ে হলুদের অনুষ্ঠান। আর সেখানেও বলিউডের নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, পরিচালক-প্রযোজকদের অবাধ আমন্ত্রণ। একবার দেখে নেবেন নাকি, তারকারা কোন ডিজাইনারের কোন পোশাক পরলেন? প্রথমেই আসা যাক শাশুড়ি নীতা অম্বানির কথায়। গায়ে হলুদের অনুষ্ঠানের জন্যে তিনি বেছে নিয়েছিলেন মনীষ মলহোত্রার পোশাক, সোনা আর রুপোর সুতোয় বোনা এই হায়দরাবাদি কুর্তা। এবার নজরে একমাত্র ননদ ইশা অম্বানি পিরামল, লাক্সারি লেবেল তোরানির মাল্টি কালারড লেহেঙ্গা পরেছিলেন ইশা। এই বিশেষ দিনের জন্যে জাহ্নবীও বেছে নিলেন তাঁর প্রিয় মনীষের পোশাক, উজ্জ্বল হলুদ রঙের এই পোশাকে ঝলমলে জাহ্নবী। আসুন দেখে নিন সেই ভিডিয়ো।