Civic Volunteer,সবংয়ে গণপিটুনির শিকার এবার সিভিক ভলান্টিয়ার, আটক ৩ BJP কর্মী – civic volunteer allegedly beaten by bjp workers at sabang paschim medinipur


রাজ্যে একের পর এক গণপিটুনির খবর উঠে আসছে বিভিন্ন জেলা থেকে। এবার এক সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারধরের অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলায়। গুরুতর আহত ওই সিভিক ভলান্টিয়ারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তিন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।রাতের অন্ধকারে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মিঠাপুকুর এলাকায়। কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে মারধরের ঘটনায় রিতীমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় গুরুতর আহত অবস্থায় সবং হাসপাতালের ভর্তি ওই সিভিক ভলান্টিয়ার। গতকাল রাতে ডিউটি চলাকালীন সবংয়ের মিঠাপুকুর এলাকায় অপরিচিত ৭-৮ জন এসে ওই সিভিক ভলান্টিয়ারকে বলে এখানে ডিউটি করা যাবে না। এলাকায় সব ঠিক আছে।

অভিযোগ, এর প্রতিবাদ করায় বেধড়ক মারধর করা হয় ওই সিভিক ভলান্টিয়ারকে। তারপর স্থানীয় লোকজন জমায়েত হতেই পালিয়ে যায় সবাই। আর এই ঘটনায় ইতিমধ্যে তিজনকে আটক করেছে পুলিশ। যারা প্রত্যেকেই এলাকায় বিজেপির সক্রিয় কর্মী বলে জানা গিয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সবং থানার পুলিশ।

আহত সিভিক ভলান্টিয়ার বিশ্বজিৎ জানা বলেন, ‘আমরা ৪ জন ওখানে ডিউটিতে ছিলাম। হঠাৎ করে ওঁরা চার-পাঁচজন আসে। ওঁরা স্থানীয় লোকজন হতে পারে। ওঁরা আমাদেকে ওখানে ডিউটি না করার জন্য হুঁশিয়ারি দেয়। আমাদের সঙ্গে কথা কাটাকাটি হলে আমাদেরকে মারধর শুরু করে।’ সবংয়ের মিঠাপুকুর এলাকায় ওই জায়গা সিভিক ভলান্টিয়াররা ডিউটি করবে না, এরকম বলে শাসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এই ঘটনায় সরব হয়েছে তৃণমূল। সবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু কালাম বক্স বলেন, ‘সবংয়ের ওই এলাকায় ময়নার বর্ডার রয়েছে। বিজেপির লোকজন এসে মাঝেমধ্যেই সন্ত্রাস চালায়। গতকাল ওই সিভিক ভলান্টিয়ার বাধা দিতে তাকে মারধর করা হয়। আমরা দোষীদের শাস্তি চাই।’ অপরদিকে বিজেপি নেতা শিশির কুলভি জানান, এই অভিযোগ মিথ্য এবং ভিত্তিহীন। আমাদের কর্মীদের বেছে বেছে কেস দেওয়া হচ্ছে। এই ঘটনায় বিজেপি জড়িত নয়।

নাবালিকাকে জোর করে বাইকে তোলার চেষ্টা, ক্যানিংয়ে অভিযুক্তকে গণপ্রহার, আটক ১
সবং থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত সিভিক ভলান্টিয়ারদের জিজ্ঞাসাবাদ করে এলাকার কয়েকজনকে চিহ্নিত করা হয়। এরপরেই এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। কেন এই ধরনের ঘটনা ঘটল, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সবং থানার পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *