Durga Puja 2024,পিছিয়ে নেই জেলার শিল্পীরাও, উলুবেড়িয়া থেকে কানাডা পাড়ি দিচ্ছে দুর্গা প্রতিমা – durga puja 2024 idol made by howrah artist going to canada


ক্যালেন্ডার হাতে পেলেই বাঙালিরা যেই দিনগুলিতে সবার আগে চোখ বোলায়, তার মধ্যে অন্যতম হল দুর্গাপুজো। দিন গুনতে গুনতে আর নব্বই দিন। এর পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মাতবেন সকলে। চূড়ান্ত ব্যস্ততা কুমোরটুলিগুলোতে। কলকাতা থেকে প্রচুর দুর্গা প্রতিমা পাড়ি দেন বিদেশে। সেই তালিকায় যুক্ত হলেন হাওড়া জেলার উলুবেড়িয়ার প্রতিমা শিল্পীও।দুর্গা পুজো আসতে এখনও মাস তিনেক বাকি। অনেক পুজো কমিটি তাদের খুঁটি পুজোও শেষ করেছে। দেশের পাশাপাশি বিদেশেও এখন দুর্গাপুজো নিয়ে চরম ব্যাস্ততা। আর এই ব্যাস্ততার মধ্যেই এবার উলুবেড়িয়ার ময়রাপাড়া থেকে কানাডার টরোন্টোয় পাড়ি দিচ্ছেন উমা। সবকিছু ঠিক থাকলে এই সপ্তাহেই জাহাজে কানাডার পথে পাড়ি দেবেন উমা।

৬ ফুট উচ্চতার এই ফাইবারের দুর্গা প্রতিমাটি তৈরি করেছেন উলুবেড়িয়া ময়রাপাড়ার শিল্পী সঞ্জীব চন্দ্র। তবে শুধু দুর্গা প্রতিমা নয় তার সঙ্গে ঢাক সহ পুজোর বিভিন্ন সামগ্রী ও কানাডায় পাঠানো হচ্ছে। সঞ্জীব চন্দ্র জানান, কানাডার আমন্ত্রণ কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্য নীলাঞ্জন সাহা ফেসবুকের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেন।

Woman Theme Maker : ঝুনুর হাতযশে ভারতী ক্লাবে এবার ব্যাংককের বৌদ্ধ মন্দির

তাঁর কথায়, ‘মে মাসের শেষের দিকে আমাকে প্রতিমার অর্ডার দেন। তিনি জানান ফাইবারের প্রতিমাটি তৈরি করতে ৪০ দিন সময় লেগেছে।’ সঞ্জীব জানান, এই সপ্তাহে জাহাজে করে রওনা দেবে প্রতিমা এবং দুইমাসের মধ্যে সেটা কানাডার টরেন্টোয় পৌঁছে যাবে। বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি জানান, আমন্ত্রণ কালচারাল অ্যাসোসিয়শন এই প্রথম দুর্গা পুজো করছে। তবে এই প্রথম নয় এর আগেও দুবাই‌, লাক্সেমবার্গ সহ বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছিল সঞ্জীবের হাতের তৈরি ফাইবারের দুর্গা প্রতিমা।

Durga Puja 2024 Date: কবে থেকে শুরু দুর্গা পুজো? আজ রথযাত্রায় জানুন মহালয়া থেকে দশমীর বিস্তারিত দিনক্ষণ
কলকাতা থেকে প্রচুর বায়না হয় বিদেশের দুর্গা পুজোর। কুমোরটুলি থেকে একাধিক শিল্পীর হাতে তৈরি প্রতিমা পাড়ি দেয় আমেরিকা, জার্মান, জাপান, কানাডা সহ একাধিক দেশে। জুন-জুলাই মাস থেকেই প্রতিমা পাঠানোর কাজ শুরু হয়ে যায়। মূলত, জলপথে জাহাজে প্রতিমা প্যাকিং করে পাঠানোর কারণে তিন মাস আগে থেকেই সেগুলিকে গন্তব্যস্থলে পাঠানোর কাজ শুরু হয়ে যায়। কলকাতা ছাড়াও অন্যান্য জেলার শিল্পীদের হাতের কাজের কদর বাড়তে শুরু করেছে বিদেশের দুর্গাপুজোর আয়োজকদের কাছে। সঞ্জীব চন্দ্র জানান, আগামী দিনে বিদেশের পুজোগুলিতে আরও বেশি করে জেলার শিল্পীদের হাতে তৈরি ঠাকুর যাক, সেটাই আশা রাখেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *