জমি দখলের আর একটি ঘটনা কাঁকসা ব্লকের গোপালপুর পঞ্চায়েতের। অভিযোগ, জাল দলিল তৈরি করে গোপালপুর থেকে ভালুককোন্দা গ্রামে যাওয়ার রাস্তার পাশে প্রায় এক বিঘা সরকারি জমি দখল করে দুই জমির কারবারি। পরে সেই জমিতে মাটি ফেলে প্লট করে বিক্রির চেষ্টা করে। শুক্রবার খবর পেয়ে গোপালপুর পঞ্চায়েত ও কাঁকসা বিএলআরও দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। জমি জরিপ করে তাঁরা ‘সরকারি জমি’ উল্লেখ করে একটি বোর্ড লাগিয়ে দেন।
অভিযোগ, রবিবার রাতে অভুযক্ত দুই জমি কারবারি সরকারি বোর্ড উপড়ে ফেলে দিয়ে জমি দখলের চেষ্টা করেন। গোপালপুর পঞ্চায়েতে গিয়ে রীতিমতো দাদাগিরি করে দু’জন দাবি করে, ওই জমি তাদের। এ ঘটনায় গোপালপুর পঞ্চায়েতের উপপ্রধান গণেশ মণ্ডলের বক্তব্য, ‘১১২৯ দাগে সরকারি খাস জমি। সেই জমির নকল দলিল তৈরি করা হয়েছে। যে দুই জমির কারবারি এটা করেছে তাদের বিরুদ্ধে আমরা থানায় এফআইআর করব। যে বা যারা এদের মদত করছে তাদের রেয়াত করা হবে না।’
কাঁকসা ব্লক তৃণমূল সভাপতি নব সামন্ত বলেন, ‘পানাগড় শিল্পতালুক সংলগ্ন সরকারি জমি দখল করে ট্রাক মালিক সংগঠনের অফিস তৈরির ঘটনা আমার জানা নেই। খোঁজ নিচ্ছি। গোপালপুরে সরকারি জমির বোর্ড কেউ যদি উপড়ে ফেলে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে।’ যদিও কাঁকসার তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ অগ্রাহ্য করে যে বা যারা সরকারি জমি দখল করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা উচিত প্রশাসনের।’