Durgapur News,’সরকারি জমি’ লেখা বোর্ড উপড়ে ফের দখলের চেষ্টা – government land trying to grabbed by some random people in durgapur


এই সময়, দুর্গাপুর: সরকারি জমি দখল করলে অভিযুক্তদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেও কাঁকসা ব্লকের ছবির কোনও বদল হয়নি। সরকারি জমি দখল করে কোথাও অবৈধ নির্মাণ হচ্ছে। আবার কোথাও জাল দলিল তৈরি করে সরকারি জমি চড়া দামে বিক্রি করে দেওয়া হচ্ছে। এমনকী ‘সরকারি জমি’ লেখা বোর্ড উপড়ে ফেলে দিচ্ছে জমি কারবারিরা।পানাগড় শিল্পতালুক সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে সরকারি জমি দখল করে তৈরি করা হয়েছে একটি টিনের ঘর। ঘরের বাইরের ব্যানার বলছে এটি পানাগড় ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিস। স্থানীয়দের অভিযোগ, নামেই ট্রাক মালিকদের সংগঠন। ট্রাক মালিকরা ওই অফিসে খুব একটা আসেন না। সরকারি জমি দখল করে অফিস তৈরি করেছে স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী।

জমি দখলের আর একটি ঘটনা কাঁকসা ব্লকের গোপালপুর পঞ্চায়েতের। অভিযোগ, জাল দলিল তৈরি করে গোপালপুর থেকে ভালুককোন্দা গ্রামে যাওয়ার রাস্তার পাশে প্রায় এক বিঘা সরকারি জমি দখল করে দুই জমির কারবারি। পরে সেই জমিতে মাটি ফেলে প্লট করে বিক্রির চেষ্টা করে। শুক্রবার খবর পেয়ে গোপালপুর পঞ্চায়েত ও কাঁকসা বিএলআরও দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। জমি জরিপ করে তাঁরা ‘সরকারি জমি’ উল্লেখ করে একটি বোর্ড লাগিয়ে দেন।

অভিযোগ, রবিবার রাতে অভুযক্ত দুই জমি কারবারি সরকারি বোর্ড উপড়ে ফেলে দিয়ে জমি দখলের চেষ্টা করেন। গোপালপুর পঞ্চায়েতে গিয়ে রীতিমতো দাদাগিরি করে দু’জন দাবি করে, ওই জমি তাদের। এ ঘটনায় গোপালপুর পঞ্চায়েতের উপপ্রধান গণেশ মণ্ডলের বক্তব্য, ‘১১২৯ দাগে সরকারি খাস জমি। সেই জমির নকল দলিল তৈরি করা হয়েছে। যে দুই জমির কারবারি এটা করেছে তাদের বিরুদ্ধে আমরা থানায় এফআইআর করব। যে বা যারা এদের মদত করছে তাদের রেয়াত করা হবে না।’

সরকারি জমি দখল বরদাস্ত করব না, ঘোষণা কবি দত্তর
কাঁকসা ব্লক তৃণমূল সভাপতি নব সামন্ত বলেন, ‘পানাগড় শিল্পতালুক সংলগ্ন সরকারি জমি দখল করে ট্রাক মালিক সংগঠনের অফিস তৈরির ঘটনা আমার জানা নেই। খোঁজ নিচ্ছি। গোপালপুরে সরকারি জমির বোর্ড কেউ যদি উপড়ে ফেলে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে।’ যদিও কাঁকসার তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশ অগ্রাহ্য করে যে বা যারা সরকারি জমি দখল করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা উচিত প্রশাসনের।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *