Kedarnath Cycle Yatra : নিজের শহরকে চেনাতে সাইকেলে কেদারনাথ পাড়ি ‘কর্মহীন’ প্রতীকের – new barrackpore resident pratik rakshit starts kedarnath journey by cycle for a noble cause watch video


নিউ ব্যারাকপুর শহরের নাম শুনলে এক কথায় অনেকেই চিনতে পারেন না। তখন কলকাতার নাম করে চেনাতে হয় এই শহরকে। তাই নিউ ব্যারাকপুরের বাসিন্দা প্রতীক নিজের শহরকে চেনাতে এবং পরিবেশ কল্যাণ সহ মানব কল্যাণের বার্তা দিতে সাইকেল নিয়ে অভিযানে বেরিয়ে পড়লেন। দুর্গম পথ পেরিয়ে সাইকেলে কেদারনাথ পৌঁছনোই তাঁর লক্ষ্য। জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকলেও প্রতীকের বরাবরই নেশা অভিযান। আগে ইন্টারনেট কানেকশনের টেকনিশিয়ান হিসেবে কাজ করলেও পরে টোটো কিনে চালাতেন প্রতূক রক্ষিত। তাঁকে একডাকে চেনে পাড়ার সকলে। কিন্তু সম্প্রতি আর্থিক সংকটে পড়ে বিক্রি করে দিতে হয় টোটো। বর্তমানে পেশাগতভাবে প্রতীক কর্মহীন হলেও বেকার নন। নিজের শহর চেনাতে ও পরিবেশ রক্ষা সহ মানব কল্যাণের বার্তা প্রচারে সাইকেলে বেরিয়ে পড়লেন অভিযানে। বাইকে এর আগে ওই রাস্তায় গেলেও সাইকেলে অভিযান এই প্রথম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *