২১ জুলাইকে সামনে রেখে আগামীদিনে বেশকয়েকটি জনসভা রয়েছে বলেও জানান কৃষ্ণননগরের সাংসদ। তিনি জানান, ১৬ তারিখ কৃষ্ণনগরের জনসভা রয়েছে। এরপর ১৭ তারিখ তেহট্ট ১ ও তেহট্ট ২ ব্লকে রয়েছে জনসভা। ১৮ তারিখ জনসভা হতে চলেছে নাকাশিপাড়া ও কালিগঞ্জে। ১৯ তারিখ জনসভা রয়েছে চাপড়ায়। এরপর ২১ জুলাইয়ের সভা সেরে সংসদে যাবেন মহুয়া। সেখান থেকে ফিরে এসে প্রতি ব্লকে শুরু হবে বৈঠক।
উল্লেখ্যে, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ৬ লাখ ২৮ হাজার ৭৮৯ ভোট পেয়ে কৃষ্ণননগর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন মহুলা মৈত্র। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অমৃতা রায়ের ঝুলিতে গিয়েছে ৫ লাখ ৭২ হাজার ৮৪ ভোট। আর ১ লাখ ৮০ হাজার ২০১ ভোট গিয়েছে বাম প্রার্থী এস এম সাদির ঝুলিতে। এদিনের প্রস্তুতি সভায় ভোটের সেই ফলাফল নিয়েই পর্যালোচনা হয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৬ লাখ ১৪ হাজার ৮৭২ ভোট পেয়েছিলেন মহুয়া। সেই দিক থেকে দেখতে গেলে এবার গতবারের চেয়ে বেশি ভোট পয়েছেন মহুয়া। তবে গতবারের চেয়ে এবার তাঁর জয়ের ব্যবধান কমেছে। সেক্ষেত্রে কোন কোন জায়গায় ফলাফল খারাপ হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। আর সেই জায়গা থেকেই কৃষ্ণনগরে তৃণমূলের আসন্ন রদবদল বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের কেউ কেউ।