নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কার্যত আগুন ছোঁয়া। পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। আজ মঙ্গলবার নবান্নে মূল্যবৃদ্ধি সংক্রান্ত এক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের উপর সুর চড়িয়েছেন। তাঁর নিশানায় রয়েছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি মুখ্যমন্ত্রী এ দিন ভোটের খরচ তুলছে বলে কটাক্ষও করেছেন কেন্দ্রীয় সরকারকে। গত বছরের সঙ্গে এই বছরের সবজির দামের তুলনা করেছেন মুখ্যমন্ত্রী। এ দিন টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছেন, আদামী দশ দিনের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর। পাশাপাশি প্রতি সপ্তাহে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কতটা কমল তা নিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আর কী কী এ দিন বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আসুন দেখে নিন এই ভিডিয়ো।