শুরু হয়েছে নতুন ধারাবাহিক শুভ বিবাহ। হানি বাফনার সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন সোনামণি সাহা। শুরু থেকেই এই সিরিয়ালের গল্প থেকে অভিনয় দর্শকের মনে ধরেছে। শ্যুটিংয়ের ফাঁকে টুকটাক আড্ডা সোনামণির সঙ্গে (Shubho Bibaho Exclusive)। পর্দায় কত নম্বর বিয়ে সোনামণির? সুধা-তেজের কেমিস্ট্রি জমজমাট! রিঅ্যাকশন কী পেলেন দর্শকের থেকে? ডিভোর্স সিন, সতর্কতার বার্তা এবং সোনামণি, সুধা-সোনামণির কি আদৌ কোনও মিল আছে? সব নিয়ে অকপট সোনামণি সাহা। প্রিয় দর্শকের জন্যে সুধার মনের কথা (Sonamoni Saha Interview)। আপনারাও কি দেখা শুরু করে দিয়েছেন এই ধারাবাহিক? কেমন লাগছে হানি-সোনামণির জুটিকে? শেয়ার করুন আমাদের সঙ্গে। আপাতত দেখে নিন এই এক্সক্লুসিভ ভিডিয়ো।