বড় মিঞা ছোটে মিঞা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে প্রযোজনা সংস্থা। অক্কি নিজে কোনও পারিশ্রমিক এখনও পর্যন্ত নেননি। কিন্তু ওই দ্য শো মাস্ট গো অন। বলিউডের সংসারের চাকা তো থেমে যেতে পারে না। তাই ফের একবার নতুন উদ্যমে কাজে লেগে পড়েছেন অক্ষয় কুমার। এবা সিলভার স্ক্রিনে তাঁর সঙ্গে রাধিকা মদন। ছবির নাম সরফিরা। সুধা কোংগারা প্রসাদ পরিচালিত এই ছবিতে রয়েছে পরেশ রাওয়ালও। G. R. Gopinath’s memoir Simply Fly: A Deccan Odyssey- র প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। তামিল ছবি সুরারাই পোত্রুর হিন্দি রিমেক সরফিরা। জ্যোতিকা, রাধিকা, সুরিয়া এবং ছবির অন্যান্য কলাকুশলীর সঙ্গে স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন অক্কি। তারই কিছু মুহূর্ত লেন্সবন্দি থাকল।