Bagdah By Election,আজ ভোট বাগদায়, ক্যুইক রেসপন্স টিম ৩০টি! ২০ কোম্পানি সেন্ট্রাল ফোর্স – election commission working to make by election in bagdah free and peaceful today


এই সময়, বাগদা: আজ ভোট বাগদায়। বাগদায় উপনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে তৎপর নির্বাচন কমিশন। বাগদা কেন্দ্রের জন্য মোতায়েন হয়েছে কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। থাকছে তিরিশটি ক্যুইক রেসপন্স টিম। বাগদা বিধানসভার ৩০১টি বুথের মধ্যে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়েছে ৩৯টি।মঙ্গলবার প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে যান ভোটকর্মীরা। বাগদা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে লড়ছেন ১৩ জন প্রার্থী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতেছিলেন বিশ্বজিৎ দাস। এরপর তিনি তৃণমূলে নাম লেখান। যদিও বিধায়ক পদ ছাড়েননি। কিন্তু ২০২৪-এর লোকসভা ভোটে বিশ্বজিৎ তৃণমূলের টিকিটে বনগাঁ কেন্দ্রে ভোটে দাঁড়ালে বিধায়ক পদে ইস্তফা দেন।

বিধায়কের ইস্তফার পর এ বার উপ নির্বাচন হচ্ছে বাগদায়। বাগদা বিধানসভা এলাকায় ১২টি পঞ্চায়েত রয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট ভোটার ২ লক্ষ ৮৫ হাজার ৫০৯। তার মধ্যে মহিলা ভোটার ১ লক্ষ ৩৮ হাজার ২৪২। পুরুষ ভোটার ১ লক্ষ ৪৭ হাজার ২৫৪। ১৩ জন তৃতীয় লিঙ্গের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩০টি ক্যুইক রেসপন্স টিম ভোটের দিন মোতায়েন রাখা হয়েছে। প্রতিটি এলাকায় শুরু হয়ে গিয়েছে নাকা চেকিং। সব বুথেই থাকছে ওয়েব কাস্টিং। পাঁচটি শ্যাডো বুথ রয়েছে। ৪৪ জন মাইক্রো অবজ়ার্ভার থাকছেন। হেলেঞ্চার দেউটি বিদ্যালয়ে করা হয়েছে মডেল পোলিং স্টেশন। সীমান্ত এলাকা হওয়ায় লোকজনের গতিবিধির উপর বাড়তি নজর দিয়েছে পুলিশ।

সবুজ না গেরুয়া, এবার কোন রং পছন্দ বাগদার?

কমিশনের এক কর্তা বলেন, ‘আমরা প্রতিটি এলাকাকেই সমান ভাবে গুরুত্ব দিচ্ছি। বিদ্যুৎ বিভ্রাটে যাতে ভোটে কোনও সমস্যা না হয়, সেজন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই মানুষের মধ্যে মনোবল বাড়াতে রুটমার্চ করেছে কেন্দ্রীয় বাহিনী। এলাকাভিত্তিক নজরদারি চলছে। কোথাও কোনও সমস্যার কথা কানে এলেই উপযুক্ত পদক্ষেপ করা হবে।’

বাগদার উপ নির্বাচনে ভোটকর্মী রয়েছেন ১৪৮০ জন। মঙ্গলবার হেলেঞ্চার ডিসিআরসি থেকে ভোটকর্মীরা তাঁদের দায়িত্ব বুঝে নিয়েছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *