Skip to content
গ্যাসের দামের ছ্যাঁকায় নাজেহাল মধ্যবিত্ত। লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্যাসের দাম। এই গ্যাস সিলিন্ডার নিয়েই যত কাণ্ড। গ্যাস কম থাকার অভিযোগ আগেও উঠলে এবার উঠল গ্যাসে জল থাকার অভিযোগ। নদিয়ার কৃষ্ণগঞ্জে অবাক করা কাণ্ড, গ্যাস সিলিন্ডার খুললেই বের হচ্ছে জল। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল নদিয়ার ভীমপুর থানার যোগিনীদেহ এলাকায়। ভীমপুরের বাসিন্দা তরুণ চক্রবর্তীর হেঁশেলে এদিন সকালে শোরগোল পড়ে যায়। গ্যাস সিলিন্ডারের সিল খুলে ওভেন জ্বালিয়ে রান্না চাপানোর কিছুক্ষণ পরে দেখা যায় গ্যাস জ্বলছে না। সকালে সিল খোলা গ্যাস কীভাবে শেষ হতে পারে কেউ ভেবে পান না। তাই গ্যাস সিলিন্ডারটি নাড়িয়ে দেখেন মালিক তরুণ চক্রবর্তী। শুনে মনে হয় ভিতরে জল ছলাৎ ছলাৎ করছে। বাড়ির বাইরে রাস্তায় সিলিন্ডারটি এনে উপুড় করে পেরেক দিয়ে খোঁচাতেই সামনে এল আসল ঘটনা। হুড় হুড় করে বেরতে লাগল জল।
Source link