Government Land : সরকারি জমিতে অবৈধ নির্মাণ পঞ্চায়েত কর্মীর, প্রশাসনের নজরে আসতেই ভাঙা হল ‘শখের বাড়ি’ – illegal construction set up by government worker demolished at kharagpur paschim medinipur


সরকারি জমি বেদখল হওয়া আটকাতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জায়গায় জবরদখল করে থাকা ঝুপড়ি, দোকান উচ্ছেদ চলছে। এবার সরকারি জমিতে গোটা একটা বাড়ি নির্মাণের অভিযোগ উঠল। অভিযুক্ত খোদ সরকারি কর্মী। পঞ্চায়েত প্রধানের অভিযোগের ভিত্তিতে মহকুমা শাসকের নির্দেশে অবশেষে ভাঙতে হয় ‘শখের বাড়ি’। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলায় খড়গপুরে।সরকারি জায়গায় বেআইনিভাবে বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠল খোদ গ্রাম পঞ্চায়েত অফিসের নির্মাণ সহায়ক তথা সরকারি কর্মীর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে আবার মহকুমাশাসকের কাছে অভিযোগ জানালেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। অভিযোগ পাওয়ার পরই তড়িঘড়ি ব্যবস্থা নিলেন মহকুমাশাসকও। বাধ্য হয়েই শেষ পর্যন্ত নিজের হাতেই নিজের ‘শখের’ পাকাবাড়ি ভেঙে ফেলতে হল অভিযুক্ত সরকারি কর্মীকে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলারখড়গপুর ২ নম্বর ব্লকের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের ধিতপুর এলাকার।

এখানেই শেষ নয়, ওই এলাকায় সরকারি জায়গা দখল করে আরও অনেকেই বাড়ি তৈরি করেছেন বলে অভিযোগ এলাকাবাসীদের। সেই সমস্ত বিষয়েও পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন খড়গপুরের মহকুমাশাসক পাটিল যোগেশ অশোক রাও। অপরদিকে, ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে জেলা জুড়ে।

প্রসঙ্গত,খড়গপুর-বেনাপুর রাজ্য সড়কের পাশে একাধিক সরকারি প্লট বা জায়গা দখল করার অভিযোগ উঠেছে বেশ কিছু জমি দালাল বা প্রোমোটারদের বিরুদ্ধে। তদন্ত করতে গিয়ে দেখা যায় ওই জায়গাতে মকরামপুর গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক শিবব্রত সিংহ রায় (দাগ নম্বর ৩৪ ও খতিয়ান নাম্বার ৭৫১)-ও অবৈধভাবে বাড়ি তৈরি করে বসে আছেন। এরপরই, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান দিপালী সিংহ রায় মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।

তড়িঘড়ি মহকুমাশাসকের তরফে গত ১ জুলাই একটি নোটিশ পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়, ৯ জুলাই (মঙ্গলবার)-র মধ্যেই ওই বাড়ি ভেঙে ফেলতে হবে। না হলে প্রশাসনের তরফেই বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে বাড়ি। এরপরই, বাড়ি ভাঙার কাজ শুরু করেন ওই নির্মাণ সহায়ক। মঙ্গলবার অর্থাৎ ৯ জুলাইয়ের মধ্যে বাড়ি ভাঙার কাজ প্রায় শেষও হয়ে যায়। যদিও এলাকাবাসীদের অভিযোগ, ওই এলাকায় এমন একাধিক বাড়ি আছে, যা সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নির্মাণ করা হয়েছে। প্রোমোটার বা জমি মাফিয়ারাই ঘুরপথে এই সমস্ত জায়গা দখল করে চলেছেন বলে অভিযোগ।

মায়ের মমতার সঙ্গে মাথার উপর ছাদ প্রাপ্তি, খড়গপুর স্টেশন থেকে উদ্ধার শিশুকে দত্তক স্প্যানিশ মহিলার
এই বিষয়ে মহকুমাশাসক পাটিল যোগেশ অশোক রাও বলেন, ‘প্রতিটি ক্ষেত্রেই নিয়মানুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা প্রথমে নোটিশ পাঠাব। যদি, নিজেরাই বাড়ি ভেঙে না ফেলেন, প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।’ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *