Indian Railway : স্টেশনের খাবার স্বাস্থ্যকর যাত্রী সুরক্ষায় রেলের কড়াকড়ি – railway delegations inspect food and passenger safety at malda town station watch video


যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করা এবং স্টেশন চত্বরে খাবারের দোকানের লাইসেন্স পরীক্ষা ও খাবারের গুণগতমান পরীক্ষা করলেন রেলের দুই প্রতিনিধি দল। ইস্টার্ন রেলওয়ের জোনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটির সদস্য রাকেশ মিশ্রার নেতৃত্বে পরিদর্শন করা হল। সারা দেশের পাশাপাশি মালদা টাউন স্টেশন চত্বরে বিভিন্ন খাবারের দোকান পরিদর্শন করলেন রেলের প্রতিনিধি দল। এর পাশাপাশি মালদা রেল স্টেশনে অপেক্ষায় থাকা যাত্রীদের সঙ্গেও কথা বলেন তারা। যাত্রী সুরক্ষায় আরও কী করা প্রয়োজন তাও জানতে চাওয়া হয় যাত্রীদের কাছ থেকে। ইতিমধ্যে নবরূপে স্টেশন ভবন সাজানোর কাজ চলছে। তৈরি হচ্ছে মডেল স্টেশন। মঙ্গলবার দুপুরে মালদা রেল স্টেশনে বিভিন্ন দোকানের খাবারের গুণগত মান, লাইসেন্স পরীক্ষা ও যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করতে স্টেশন চত্ত্বর ঘুরে দেখেন রেলের দুই প্রতিনিধি দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *