Kolkata Metro,বর্ষায় নির্বিঘ্নে পরিষেবা দিতে বদ্ধপরিকর মেট্রো কর্তৃপক্ষ, নেওয়া হল একগুচ্ছ পদক্ষেপ – kolkata metro rail taking some measures to provide uninterrupted service during monsoon season


কিছুদিন আগে পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে জল ঢোকার ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় বিভিন্নমহলে। এরই মাঝে চলে এসেছে বর্ষার মরশুম। এক্ষেত্রে বর্ষার মরশুমে যাতে নির্বিঘ্নে পরিষেবা প্রদান করা যায় তার জন্য একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডির নির্দেশানুসারে বর্ষাকালে যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য নির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছে৷ এক্ষেত্রে মেট্রোর ইঞ্জিনিয়র ও কর্মীরা সর্বক্ষণ পরিস্থিতির উপরে নজর রাখছেন যাতে কোনওভাবেই জল না জমে। পাশাপাশি টানেলের ভিতরে সেন্ট্রাল ড্রেনও পরিষ্কার রাখা হচ্ছে, যাতে জল নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারে। ভায়াডাক্ট/সারফেস সেকশনে ভারী বর্ষণের ক্ষেত্রে বৃষ্টির জল নিষ্কাশনের জন্য নালাগুলির পরিস্কারের বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে। এছাড়া পুরনো পাইপ রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ যত্ন নেওয়া হচ্ছে এবং প্রয়োজনে এই ভায়াডাক্ট সেকশনে নতুন পাইপগুলি দিয়ে তা প্রতিস্থাপনও করা হচ্ছে। এরপরেও সত্ত্বেও কোনও স্টেশনে অতিরিক্ত জল জমে গেলে মেট্রো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেই জল যাতে দ্রুত বের করে দেওয়া যায়, তার জন্য স্বয়ংক্রিয় পাম্পগুলিও প্রস্তুত রাখা হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান হয়েছে, ট্রেন চলাচল বাধাপ্রাপ্ত হলে ভায়াডাক্টের চারপাশের গাছের ডাল ছাঁটাই করার জন্য সংশ্লিষ্ট কর্মীদেরও নির্দেশ দেওয়া হয়েছে। ভারী বর্ষণের ক্ষেত্রে, ব্লু লাইনে বেলগাছিয়া, পার্ক স্ট্রিট এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনে অতিরিক্ত কর্মী ও যানবাহন প্রস্তুত রাখা হচ্ছে।

এখানেই শেষ নয়, বিভিন্ন মেট্রো স্টেশনে লিফট এবং এসকেলেটর রক্ষণাবেক্ষণের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনও পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রাখা হচ্ছে কর্মীদের। মোটরম্যান সহ সমস্ত সংশ্লিষ্ট বিভাগের মেট্রো কর্মীদের রিয়েল-টাইম ভিত্তিতে যে কোনও অবাঞ্ছিত ঘটনা রিপোর্ট করার পরামর্শও দেওয়া হয়েছে। এদিকে আবার বজ্রপাতের থেকে সিগন্যালিং এবং পাওয়ার সাপ্লাই যন্ত্রগুলির সুরক্ষা নিশ্চিত করারও ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৃষ্টির সময় কোনও ধরনের ফেলিওর এড়াতে এবং রেকের নিরাপত্তা ও মসৃণ চলাচল নিশ্চিত করতে রিলে পিক-আপের ট্র্যাক সার্কিট প্যারামিটারগুলি নিয়মিতভাবে পরীক্ষা করা হচ্ছে মেট্রো রেলের পক্ষ থেকে। এই সমস্ত ব্যবস্থার মধ্যে দিয়ে বর্ষার মরশুমে নির্বিঘ্নে পরিষেবা দেওয়া যাবে বলেই মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *