Madhuparna Thakur Bagdah By Polls : ‘সবুজ আবির এবার আমরাই খেলব’, আত্মবিশ্বাসী মধুপর্ণা – bagdah assembly by election 2024 tmc candidate madhuparna thakur is confident about winning watch video


বাগদা বিধানসভার উপনির্বাচনের সকাল থেকেই দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুরকে। এবার বনগাঁর ঠাকুর পরিবারের সদস্য তথা দলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকেই প্রার্থী করা হয়েছে তৃণমূলের তরফে। প্রচার পর্ব থেকেই আত্মবিশ্বাসী দেখিয়েছে তাঁকে। ভোটের দিনও সেই আত্মবিশ্বাস অটুট দেখিয়েছে তাঁর। এবার বাগদায় বিধানসভা কেন্দ্রে তৃণমূলই সবুজ আবির খেলবে বলে দাবি তাঁর। দিনভর ছোটাছুটির পরেও ক্লান্তির এতটুকু দেখা যায়নি মধুপর্ণার চোখেমুখে। বরং এদিনও জয়ের বিষয়ে একইরকম আত্মবিশ্বাসী দেখিয়েছে তাঁকে। এই সময় ডিজিটালকে এদিন মধুপর্ণা বলেন, ‘প্রথমদিন থেকেই বলছি, জয়ের আবির এবার আমরাই খেলব। বুথে বুথে দেখেছি। সব জায়গাতেই ইতিবাচক সাড়া, যা হচ্ছে ভালোই হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *