Mukutmani Adhikari : ‘মানুষ দু’হাত তুলে আশীর্বাদ করবেন, ১০০ শতাংশ আশাবাদী’, জানালেন মুকুটমনি – ranaghat south by election tmc candidate mukut mani adhikari inspection booths


রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে সাত সকালে বুথে বুথে গিয়ে ভোট পরিদর্শন করলেন তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী। এদিন ভোট পরিদর্শনে বেরিয়ে বিজেপির উপর ক্ষোভ উগরে দিলেন তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী। এছাড়াও কেন্দ্রীয় বাহিনীকে নিয়েও প্রশ্ন তুললেন। পাশাপাশি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বাহিনীর দল বিজেপির দাস হিসেবে কাজ করছে এবং ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। আবারও আজও তার মুখে শোনা গেল গেরুয়া বসনধারী উগ্রপন্থী কথা। এদিন তিনি বিজেপিকে কটাক্ষ করে বললেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিজেপি এরকম উগ্রপন্থীদের নিয়ে উগ্র হিন্দুত্ববাদের কাজ শুরু করেছে। দেখুন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *