Sonakshi Sinha : ‘আরে বাবা ওর আমার সঙ্গে ছবি চাই না’ হালকা মেজাজে সোনাক্ষী – bollywood actress sonakshi sinha spotted outside a hotel in juhu taking selfies with staffs watch video


সব জল্পনায় জল ঢেলে ২৩ জুন জাহির ইকবালের সঙ্গে বিয়ের পর্ব সেরে ফেলেছেন সোনাক্ষী সিনহা। একদিকে যখন স্টারদের বিয়ের টক অফ দ্য টাউন হয় বিলাসবহুল আয়োজন, সেখানেই সোনাক্ষীর বিয়ের টক অফ দ্য টাউন ছিল তার সিম্প্লিসিটি (Bollywood Actress)। রিসেপশনের শাড়িও কিনেছিলেন সাধারণ। দামও লাখের অনেকটাই নীচে। সেই সোনা বিয়ের পর বিশেষ সময় এদিক ওদিক না করে, কাজ শুরু করে দিলেন (Sonakshi SinhaVideo)। বুধবার জুহুর একটি হোটেলের বাইরে স্টাফদের সঙ্গে হালকা মেজাজে কাটালেন নায়িকা। তবে বাকি সবাই ছবি তুলতে আগ্রহী হলেও, কোনও এক ব্যক্তি সোনা ডাকার পরেও এলেন না ছবি তুলতে। আর সেটা যে বেশ মজারই লেগেছে সোনার, তা দিব্যি বোঝা যাচ্ছে এই ভিডিয়োতে। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *