Soumya Mukherjee Exclusive : ‘শাহরুখ খান ছাড়া কেউ হলে লোক আনতে পারছেন না’ অকপট সৌম্য মুখোপাধ্যায় – pariah actor soumya mukherjee exclusive talking about bengali films and newcomer of tollywood watch video


তথাগত মুখোপাধ্যায় পরিচালিত পারিয়া সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করা বিক্রম চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ও প্রশংসা পেয়েছিল বিভিন্ন মহল থেকে। পারিয়া-র এক অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন তিনি। আজ তাঁকে আমরা পেয়ে গিয়েছি আমাদের মাঝে। ওটিটি থেকে ছোট পর্দা সবেতেই পরিচিত মুখ তিনি। এবারে পারিয়া সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে বড় পর্দার দর্শকদেরও মুগ্ধ করেছেন। বাংলা ছবির অবস্থান, নতুন শিল্পীদের কাজ, সবটা নিয়েই স্পষ্ট বক্তব্য অভিনেতার। আসুন দেখে নিন এই এক্সক্লুসিভ ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *